বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেমিলা রহমান বলেছেন, ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে দেশে’ এই স্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, তা আপনারা তরুণদের নিয়ে বাস্তবায়ন করবেন বলে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বুধবার (৭ আগস্ট) নয়া পল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব কয়টি অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আজকের দিনের তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। যে সব তরুণরা স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করেছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছি।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।