কামরাঙ্গীরচরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে সংঘর্ষ
রাজধানীর কামরাঙ্গীর চরের কুড়ার ঘাট হাসপাতাল সংলগ্ন মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় ইমন (২২) নামে একজন ছুরিকাঘাতে আহত হন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান। তবে হতাহতের বিষয়ে তিনি অবহিত নন বলে জানিয়েছেন।
তিনি জানান, সেখানে স্বেচ্ছাসেবক দলের একটি কর্মী সমাবেশ ছিল। সেখানে কিছুটা ঝামেলা হয়েছে বলে তিনি জানেন। তবে কেউ ছুরিকাঘাতে আহত হয়েছে কিনা তেমন খবর তিনি এখনো পাননি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে সেখানে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ চলছিল। হঠাৎ করে দুই গ্রুপের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইমন নামে এক পক্ষের একজন আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।