বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন সন্ত্রাসী করে না, সন্ত্রাসী করেছে আওয়ামী লীগ সরকার। যার কারণে এদেশের লাখো ছাত্র জনতা মাঠে নেমেছে এবং স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে। অপরদিকে স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়েছে। আগামীতে আমরা দেশে সুশাসন ও আইনের শাসন চাই। এছাড়াও বিগত ১৫ বছরে যারা দেশের সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, পেপার মিল ও গার্মেন্টসের টাকা লুটপাট করে খেয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
শুক্রবার (৯ আগস্ট) পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিজয় র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, বিগত ১৫ বছরে ক্ষমতাসীন দলের এমপিরা দেশের অর্থ লুটপাট করে, ব্যাংকের টাকা মেরে, বিদেশে নিয়ে জমিয়েছে। এখন সেই টাকা কে খাবে? আগামীতে জনগণ ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসলে দেশে আইনের শাসন চালু করা হবে, সকল অরাজকতার বিচার হবে। দেশের নিরীহ মানুষের পাশে দাঁড়াবো।
তিনি বলেন, বিগত ১৫ বছরে যারা গুম হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াবো। মঈন খান নেতাকর্মীদের ধৈর্য ধরে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী দলের নেতাকর্মীরা সাথে ছিলেন।