দলমত নির্বিশেষে সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন সাবেক সংসদীয় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে ন্যাশনাল ডক্টর্স ফোরাম (এনডিএফ) নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতা নিহত হয়েছে আহত হয়েছে ছাত্র শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। তাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ আজ একটি নতুন দিনের প্রত্যাশায় যাত্রা শুরু করেছে। আমি এ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদে দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, ছাত্রদের দাবি ছিলো কোটা সংস্কার করা। কিন্তু ক্ষমতাসীন স্বৈরাচারের বাড়াবাড়ির কারণে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা আজ গোটা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চায়। অতীতের সরকার দেশের অর্থনীতি, শিক্ষা গণতন্ত্র ভোটাধিকার ও আইনের শাসনসহ সব কিছু ধ্বংস করে দিয়েছে। আজ আমাদের সকলের দায়িত্ব প্রাণের নগরী বন্দর নগরী চট্টগ্রামকে সুন্দরভাবে গড়ে তোলা। আর সুন্দরভাবে দেশ গড়তে ডেন্টিস্ট্রিতেও প্রত্যাশিত সংস্কার হতে হবে। তাই আসুন প্রতিহিংসা নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একযোগে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়ি।
প্রফেসর ডা. খায়রুল আনোয়ার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন। এতে বক্তব্য রাখেন ডা. আবু মুসা আল আমিন, ডা. সরওয়ার কামাল, ডা কামরুল ইসলামসহ ডেন্টাল সার্জেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।