আন্দোলনে হত্যাকারীদের বিচার ছাড়া সংস্কার সম্ভব নয়: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-28 14:18:02

গণঅভ্যুত্থানে যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে তাদের বিচার ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার সরকার সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। তাদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয়। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণখানে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বিভিন্ন দফতরে এখনো হাসিনার দোসররা রয়েছে। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছেন, তারাই ক্ষমতায় রয়ে গেছেন।’

এসময় তিনি তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান।

এ সম্পর্কিত আরও খবর