সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় খেলাফত মজলিস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। এসময় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. আবদুল লতিফ মাসুম, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, মাওলানা আবদুল কাইউম সোবহানী, ডা. আবদুল্লাহ খান, মাওলানা মাহবুবুল হক কাসেমী, শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, ড. ইউসুফ আলী, ডা. আবু হোসেন, মাওলানা শরাফত আলী, মাওলানা নজরুল ইসলাম মাজহারী।

মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্ত করার যে দাবি উঠেছে তা কার্যকর করতে হবে। নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। পতিত স্বৈরাচার নতুনভাবে ফিরে আসার যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক অবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক, আলহাজ¦ আবু আদিবা, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক।

বৈঠকে লেবাননে ইসরাইলের নির্বিচার বোমা বর্ষণে নারী-শিশুসহ হাজারো লেবানিজ নাগরিক হত্যার তীব্র নিন্দা জানানো হয়। হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।