পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন নুর

, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-10-29 20:29:58

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে আয়োজিত এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

এ সময় নুর বলেন, ‘আপনারা যদি সমর্থন করেন, তাহলে আমি এই এলাকার সন্তান হিসেবে এখান থেকে নির্বাচন করব। মা-মাটিকে ভুলে যাওয়া যায় না।’ তিনি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নতুন রাজনীতি ও নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নুরুল হক নুর আরও বলেন, ‘আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। যাতে একক কোনো দল সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে, সেজন্য দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানিয়েছি।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর