বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সংখ্যালঘু, বিভিন্ন শক্তি দিয়ে নোংরামো করে ৫৩ বছর জাতির কপালে কুড়াল মেরেছে তারা। পকেট কেটেছে, জাতির কপালে কুড়াল মেরে বিদেশে টাকা পাচার করেছে। ২৬ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুন। সব ধরা পরবে, কিছু দুনিয়ায় কিছু আখিরাতে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশের জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা খুন করেছেন, গুম করেছেন, আয়না ঘর তৈরি করেছে, মানুষকে সম্মান দিতে শিখেনি। হুংকার দিয়েছে রাজনৈতিক দলের ওপর। মানবতার বেইজ্জতি আমরা চাই না। আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আর তাই এদেশের সন্তানেরা বর্বরতা, বৈষম্যের বিরোধে গর্জে উঠেছে। তাদের একটাই স্লোগান ছিল ‘উই ফর জাস্টিস’। আমাদের সন্তানের গর্জনে ভাড়াটিয়া পালিয়ে গেছে দেশ ছেড়ে।
নতুন বিপ্লবের বাংলাদেশ যেমন দেখতে চাই আমরা উল্লেখ করে আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা সমাজিক ন্যায় বিচার চাই। আমাদের সন্তানদের অঙ্গীকার পূরণ করবো আমরা। আমরা এমন একটা সমাজ চাই, যে সমাজে মানুষের পরিচয় হবে হবে আশরাফুল মাখলুকাত হিসেবে। যুবকদের হাতে এমন একটি দেশ তুলে চাই নৈতিক শিক্ষার। এমন একটি দেশ চাই যেখানে আমাদের মায়েরা ইজ্জতের সাথে ও নিরাপত্তায় থাকবে। আমরা এমন একটি দেশ চাই যে দেশকে কেউ ফাঁক করতে না পারে।