রাজধানী জুড়ে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
ঢাকা মহানগরে জাতীয়তাবাদী ছাত্রদলের ১১ ইউনিটের কমিটি ঘোষণার পর থেকে রাজধানী জুড়ে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়
এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পূর্ব এবং ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
এর মধ্য সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিতরা প্রত্যাশিত পদ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
এ সময় জবি ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি হয়েছে, এই কমিটিতে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছে তাদের বাদ দিয়ে নিজস্ব মাই ম্যান সেটআপ করতে সিন্ডিকেট করে পকেট কমিটি গঠন করেছে।
এরপর তেজগাঁও কলেজ ছাত্রদল ক্যাম্পাস এ নির্যাতিত হামলা মামলার শিকার নেতাকর্মীরা অবৈধ কমিটিকে প্রত্যাখ্যান করে তেজগাঁও কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, ত্যাগীদের বঞ্চিত করে তেজগাঁও কলেজের নবগঠিত কমিটি আমরা মানি না। যারা দুঃসময়ে রাজপথে ছিল তাদের দিয়ে কমিটি করতে হবে বলে জানান তারা।।
অন্যদিকে তাজবিউল হাসান ও শফিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্রদলের পদ-বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করেছে।
এসময় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, গত এক মাস আগে ছাত্রদলের সেক্রেটারি নাছিরের এলাকার উপজেলা সাধারণ সম্পাদককে সাইন্সল্যাব থেকে ধরে পুলিশে সোপর্দ করছিলাম। পরে সে নিজে এসে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই ক্ষোভের কারণে আমাকে ও আমার সহযোদ্ধাদের কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। ঢাকা কলেজের ৩৬ সদস্য বিশিষ্ট যে যে কমিটি অনুমোদন করা হয়েছে সেখানে ৩/৪ ছাত্রলীগের কর্মীও আছে।