বয়স ও অসুস্থতা বিবেচনায় খালেদাকে মুক্তি দিন: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 03:26:56

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার বয়স এবং গুরুতর অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারামুক্ত করুন। কারণ বন্দীশালার চাবি আপনার হাতেই।'

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাব, আপনার মনের মতো নির্বাচন তো শেষ। এবার দেশনেত্রীকে মুক্তি দেন। তাঁর বয়স এবং গুরুতর অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারামুক্ত করুন। কারণ বন্দীশালার চাবি আপনার হাতেই। তাকে সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তির সুযোগ দিন।'

সরকারের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা ভয়ংকর পর্যায়ে উপনীত হলেও তাকে ফেলে রাখা হয়েছে স্যাঁতসেঁতে পরিত্যক্ত কারাগারে।’

রুহুল কবির রিজভী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, কারাবন্দী খালেদা জিয়াকে শিগগিরই বিএসএমএমইউ-তে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। তার আগের দিন নিম্ন আদালত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর তিনদিন চলে গেছে, কিন্তু কোনো উদ্যোগ নেই। আদালতের নির্দেশ ও মন্ত্রীর প্রতিশ্রুতি এখনও কার্যকর হয়নি। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে প্রতি মুহূর্ত পার করছি উদ্বেগ-উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায়।

তিনি অভিযোগ বলেন, গত এক মাস ধরে খালেদা জিয়ার সাথে তার আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি এবং গত ৩ মার্চ দুই বার তার আত্মীয়-স্বজন এবং পরিবারের সদস্যরা সাক্ষাতের জন্য আবেদন করলেও অনুমতি দেওয়া হচ্ছে না। আমাদের দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা গত দুই মাসে বহু চেষ্টা করেও নেত্রীর সাথে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না। কারাগার কর্তৃপক্ষ বারবার একই কথা বলছেন, হাই লেভেল থেকে অনুমতি না পেলে আমাদের কিছু করার নেই।’

সংসদ সদস্য হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুরের শপথ নেওয়ার বিষয়ে বিএনপি নেতা বলেন, এটা তো ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, তার যে দল, তারা ব্যবস্থা নেবে। রাজনীতিতে ছলনা, অঙ্গীকার ভঙ্গ করলে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। আর তার যে দল, তারা নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ সংবাদ সম্মেলনে দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর