আ’লীগ ইতিহাস বিকৃত করছে: খন্দকার মোশাররফ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 02:32:56

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যারা গায়ের জোরে ক্ষমতায়, তারা (আওয়ামী লীগ) স্বাধীনতার ঘোষণা নিয়ে ইতিহাসকে বিকৃত করছে, মানুষকে অন্য পথে পরিচালিত করতে চাচ্ছে। স্বাধীনতার ইতিহাস নিয়ে লুকোচুরি বা ইতিহাসকে বিকৃত করা কোনোভাবে ক্ষমার যোগ্য নয়। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না।’

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমার কাছে ৩৬টা বইয়ের রেফারেন্স আছে। এই বইগুলো বাংলাদেশের, বিদেশের এবং বিভিন্ন দেশের রাষ্ট্র নায়কদের মন্তব্য রয়েছে। স্বাধীনতার ঘোষক যে, জিয়াউর রহমান এটা সকলে স্বীকার করেছেন। আওয়ামী লীগ স্বীকার করে না। তারা ইতিহাস বিকৃত করছে।'

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব ডিকলারেশন অব ইন্ডিপেন্ডেনস অব দ্য পিপলস রিপাবলিক অ্যান্ড গর্ভামেন্ট ঘোষণা করেছেন আম্রকাননে। তিনি তার ঘোষণায় বলেছেন যে, ২৬ মার্চ চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এর মাধ্যমে তিনি ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে রেকগনাইজ করলেন। তাহলে ৭ মার্চ যদি স্বাধীনতা ঘোষণা হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতারাই তো ২৬ মার্চ স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এখন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত। তাহলে এই স্বাধীনতা কে ঘোষণা করেছেন? তাজউদ্দিন আহমেদ সাহেব আম্রকাননে ঘোষণা করেছেন যে, ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। ৩৬টি বইয়ে এটাই প্রমাণ মেলে।'

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন: আ’লীগ ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠা করছে: ফখরুল

এ সম্পর্কিত আরও খবর