পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অশালীন ভাষা ব্যবহার করেন স্টুয়ার্ট ব্রড। ক্রিকেটীয় আইনে এটা অপরাধ। কিন্তু বিচারকের আসনে বসে আছেন যে ম্যাচ রেফারি বাবা ক্রিস ব্রড! তাই বলে ছাড় পাননি পেসার স্টুয়ার্ট ব্রড। ক্রিকেটে এটা সম্ভবও নয়। পিতা হয়েও ক্রিস সেটা করেননিও।
বাবা-ছেলের সম্পর্কটা দূরে ঠেলে দিয়ে ক্রিস ব্রড করেছেন ন্যায় বিচার। পেশাদারিত্ব আর নৈতিকতাকেই বড় করে দেখেছেন। ছেলে স্টুয়ার্ট ব্রডকে তিনি জরিমানা করেছেন ম্যাচ ফি’র ১৫ শতাংশ। এতে একটা রেকর্ডও হয়ে গেছে। ক্রিকেটে বাবার কাছে জরিমানা গুনা স্টুয়ার্টই প্রথম খেলোয়াড়।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন সকালে ৪৬তম ওভারে ইয়াসির শাহ উইকেটের পিছনে ধরা পড়তেই অশোভনীয় ভাষা ব্যবহার করেন স্টুয়ার্ট। পাকিস্তানি এই তারকা স্পিনারকে গালাগাল দেওয়ায় একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে স্টুয়ার্টের প্রোফাইলে। গত ২৪ মাসে তার ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চারে।
স্টুয়ার্ট নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাবার কাছে জরিমানা গুনে মজাও করেছেন স্টুয়ার্ট। এক টুইট বার্তায় বাবাকে বড় দিনের কার্ড ও উপহারের তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।