লুকাকু-মার্তিনেজ জাদুতে ফাইনালের টিকিট কাটল ইন্টার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 20:37:57

ফুটবল মাঠে জাদু দেখালেন রোমেলু লুকাকু। তার সঙ্গে জুটি গড়ে আলো ছড়ালেন লাউতারো মার্তিনেজও। রাতটা নিজেদের করে নিয়ে আক্রমণাত্মক ফুটবলের ফুল ফুটিয়ে দুজনেই পেলেন জোড়া গোলের দেখা। দুই ফুটবল তারকার নৈপুণ্যে শাখতার দোনেৎস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইন্টার মিলান পৌঁছে গেল ইউরোপা লিগের ফাইনালে।

ডুসেলদর্ফের শিরোপা নির্ধারণী ম্যাচে ইন্টার মিলানের প্রতিপক্ষ ইউরোপা লিগ বিশেষজ্ঞ স্প্যানিশ ক্লাব সেভিয়া।

রোমেলু লুকাকু ও লাউতারো মার্তিনেজ, দুজনে মিলে ইন্টারকে উপহার দিয়েছেন চার গোল। ইতালিয়ান জায়ান্টের হয়ে ম্যাচের বাকি গোল আসে দানিলো ডি’অ্যামব্রোসিও’র কল্যাণে।

দুরন্ত এ জয়ের ম্যাচে নিজের রেকর্ডটা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন লুকাকু। ইউরোপা লিগে টানা দশ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়লেন বেলজিয়ান এ তারকা ফুটবলার। আর চলতি মৌসুমে গোল পেলেন সব মিলিয়ে ৩৩টি।

এক পয়েন্টের ব্যবধানে জুভেন্টাসের কাছে সেরি এ শিরোপা হাতছাড়া করেছে ইন্টার মিলান। ফাইনালে উঠায় ২০১১ সালের পর প্রথম শিরোপা জয়ের হাতছানি এখন তাদের সামনে।

ইউরোপা লিগের শিরোপা জিততে শুক্রবার রাতে কোচ জুলেন লোপেতেগুই’র সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে কোচ অ্যান্তোনিও কন্তের ইন্টার মিলান।

এ সম্পর্কিত আরও খবর