সেরার স্বীকৃতি ‘খেল রত্ন’ পেলেন রোহিত

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:43:58

বেশ কয়েক বছর ধরেই ক্রিকেট মাঠে ব্যাট হাতে একের পর এক অসামান্য কীর্তি গড়ছেন তিনি। সাফল্য দিয়ে নিজেকে ছাড়িয়ে উঠে গেছেন অনন্য উচ্চতায়। এই সাফল্যের বড় একটা স্বীকৃতি পেলেন রোহিত শর্মা।

ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সম্মাননা ‘রাজীব গান্ধী খেল রত্ন’ অ্যাওয়ার্ড পেলেন এই তারকা ব্যাটসম্যান। ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান দেশটির চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন।

রোহিত শর্মার আগে এ স্বীকৃতি পাওয়া তিন ক্রিকেটার হলেন- শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। কিংবদন্তিদের সঙ্গে তার নামও যোগ হলো।

রোহিত সুখবরটা পেয়েছেন শুক্রবার। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি রোহিতের নাম সুপারিশ করে। রাষ্ট্রপতি ভবনে ‘খেল রত্ন’ অ্যাওয়ার্ড আয়োজন করা হয়েছে। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। শনিবার হচ্ছে এই ভার্চুয়াল আয়োজন।

তারও আগে গত মে মাসে খেল রত্নের জন্য রোহিতকে মনোনয়ন দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটের প্রতি নিবেদন, ধারাবাহিকতা আর নেতৃত্ব গুণের জন্য সম্মানজনক এই খেতাবের জন্য তার নাম মনোনয়ন করে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড।

দুর্দান্ত সাফল্য রোহিতের। ওয়ানডে ক্রিকেটে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। এই ফরম্যাটে রান ৯ হাজারের বেশি। আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আছে রেকর্ড চারটি সেঞ্চুরি। সবচেয়ে বেশি ছক্কাও তার।

আবার নেতৃত্ব গুণেও মুগ্ধ করেছেন। ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ও একই বছর দুবাইয়ে দলকে এনে দেন এশিয়া কাপ। সঙ্গে হিটম্যানের আইপিএলে সাফল্য তো আছেই।

এদিকে রোহিত শর্মার সঙ্গে এবার ‘খেল রত্ন’ পেলেন কমনওয়েলথ গেমসে দুবার ও এশিয়ান গেমসে একবার সোনাজয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাট, কমনওয়েলথ গেমসে দুটি ও দক্ষিণ এশিয়ান গেমসে তিনটি সোনাজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় মনিকা বাত্রা, ২০১৬ প্যারালিম্পিকে সোনাজয়ী হাই জাম্পার মারিয়াপান থাঙ্গাভেলু ও নারী হকি দলের ক্যাপ্টেন রানী রামপাল।

খেলাধুলায় অবদানের রাখার জন্য অর্জুনা অ্যাওয়ার্ড পাওয়া ২৫ ক্রীড়াবিদের তালিকায় ক্রিকেট থেকে রয়েছেন পেসার ইশান্ত শর্মা ও নারী দলের দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা।

এ সম্পর্কিত আরও খবর