মুস্তাফিজের সঙ্গে শরিফুলের উপভোগ্য লড়াই

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-27 10:16:16

গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে বেশ ভালো সময় কাটছে পেসার শরিফুল ইসলামের।

৪ ম্যাচে তার শিকার ৭ উইকেট। গড় ১৩.৮৫। ইকোনমি রেট ৬.৯২। টুর্নামেন্টে শীর্ষ বোলারদের তালিকার ছয় নম্বরে শরিফুল। এই তালিকায় শীর্ষে আছেন চট্টগ্রামের মুস্তাফিজুর রহমান। তার শিকার সংখ্যা ১৩ উইকেট।

টুর্নামেন্টে চার ম্যাচের চারটিতে জিতে চট্টগ্রাম পয়েন্টের শীর্ষে। টুর্নামেন্টে নিজের বোলিং সাফল্যের বর্ণনায় শরিফুল কৃতিত্ব দিচ্ছেন সিনিয়র সতীর্থ মুস্তাফিজকে। বললেন, মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে বল করে খুবই ইনজয় করছি। প্রতি ওভারে বোলিংয়ে যাওয়ার আগে তার সঙ্গে কথা বলি। পরামর্শ নেই। ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কিভাবে বল করতে পারি সেটা নিয়ে তার সঙ্গে আলাপ করি। হ্যাঁ সেই সঙ্গে দুইজনের মধ্যেই ভালো একটা কম্পিটিশনও চলছে। ওনার সাথে সব কিছু শেয়ার করা যায়। খুব মজা লাগে ওনার সাথে বল করতে।'

দলে আরো পেসার থাকলেও নতুন বল তার হাতেই তুলে দিচ্ছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সেই প্রসঙ্গে শরিফুল জানান, 'নতুন বলে বোলিং খুবই ইনজয় করছি। সব পেস বোলাররাই চায় নতুন বলে বল করতে। পেস বোলাররা এ্যাটাকিং বোলিং করতে পছন্দ করে আমি নতুন বলে বলে আক্রমণের তেজ রাখছি।'

বোলিং এর সময় প্রতিটি ডেলিভারিতে একটু মেজাজি শরিফুলকে দেখা যায়।

-কেন এমন আচরণ? শরিফুলের জবাব, 'এ্যাগ্রেসিভ ভাবটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলে আর এটা অভ্যাস ছোট বেলায় থেকেই। দেখা যায় বর ডেলিভারি দেওয়ার পরপরই অটোমেটিক চলে যাই ব্যাটসম্যানের কাছে। এটার আগে থেকে কোন পপরিকল্পনা থাকে না।'

টি-টোয়েন্টি তে ডট বলে গুরুত্ব বেশ ভালোই জানা শরিফুলের। বলছিলেন, 'মাইন্ড সেটাপ থাকে ডট বল করা রান চেক দেয়া। টি-টোয়েন্টি খেলায় যত ডট বল কর ইনশাআল্লাহ তত টিমের জন্য ভালো হবে।'

মিরপুরের উইকেটের বেশ প্রশংসা করলেন বাঁহাতি এই পেসার-'উইকেটটা পেস বোলারদের হেল্প করছে। দেখবেন সব দলের পেস বোলাররা খুব ভালো বল করছে।'

এ সম্পর্কিত আরও খবর