শিখর-প্রসিদ্ধের নৈপুণ্যে জিতল ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:49:51

বিস্ফোরক ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এবং সেটা ৬৬ রানের বড় ব্যবধানে। দাপুটে এ জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

পুণেতে টস হারলেও ব্যাটিং মেজাজটা বেশ ভালোই ছিল ভারতীয়দের। শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও অভিষিক্ত ক্রুনাল পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটের বিনিময়ে ৩১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মেন ইন ব্লুজ শিবির।

মাত্র দুই রানের জন্য শতক থেকে বঞ্চিত হন ম্যাচসেরা শিখর ধাওয়ান। ক্যাপ্টেন কোহলি সংগ্রহ করেন ৫৬। রাহুল ও ক্রুনাল অপরাজিত থেকে যান ব্যক্তিগত ৬২ ও ৫৮ রানে।

বেন স্টোকস তিনটি ও মার্ক উড শিকার করেন দুটি উইকেট।

জবাবে জনি বেয়ারস্টো ব্যাটিং দৃঢ়তা দেখালেও কোনো লাভ হয়নি। ৪২.১ ওভারে ২৫১ রানেই গুটিয়ে যায় অতিথি ইংলিশ শিবির। ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন বেয়ারস্টো (৯৪)। তার সঙ্গে জেসন রয় ৪৬ ও মঈন আলী ৩০ রান যোগ করেন।

অভিষিক্ত প্রসিদ্ধ কৃষ্ণা একাই নেন চার উইকেট। এর আগে অভিষেক ওয়ানডেতে ভারতের হয়ে কেউ চার উইকেট নিতে পারেননি। তার সঙ্গে শার্দুল ঠাকুর তিনটি ও ভুবনেশ্বর কুমার ফেলেন শত্রু পক্ষের দুটি উইকেট।

এ সম্পর্কিত আরও খবর