২৮ মার্চ আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 14:16:48

সাকিব আল হাসানের অনাপত্তিপত্র বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সকল শঙ্কা দূরে ঠেলে আগের সূচি মেনেই আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২৮ মার্চ, রোববার কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সাত দিনের কোয়ারেন্টাইন শেষ করে কেকেআর’র অনুশীলনে যোগ দিবেন।

এর আগে ফেসবুক লাইভে সাকিবের মন্তব্যে মন ক্ষুণ্ণ হন আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়সহ বোর্ড কর্তারা। তার বাদেই সাকিবের আইপিএলে খেলার ছাড়পত্র পুনর্বিবেচনা করার কথা জানিয়ে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। সাকিবকে আটকাবে না বোর্ড। এমন খবরই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবপোর্টাল ক্রিকবাজ।

বিসিবির কর্মকর্তা ইসমাইল হায়দার জানান, ‘সাকিবের অনাপত্তিপত্র বহাল থাকবে। এবং আইপিএলে খেলতে পারবে সে।’

সাকিবের অনাপত্তিপত্রের মেয়াদ রয়েছে ১৮ মে পর্যন্ত। ২০ মে থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তার ফেরার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর