সুপার লিগ থেকে ম্যানসিটির নাম প্রত্যাহার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 07:57:43

ইউরোপিয়ান সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ম্যানচেস্টার সিটি। তাদের পথে হাঁটতে যাচ্ছে চেলসি। এমন খবরই দিয়েছে বিবিসি।

ইউরোপিয়ান ফুটবলের নতুন এই উদ্যোগে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে পুরো ইউরোপ জুড়ে। ফুটবল ভক্ত-সমর্থকদের সঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে ফিফা, উয়েফা ও লিগ অ্যাসোসিয়েশনগুলো। সুপার লিগের সমালোচনায় মুখর হয়েছে ব্রিটেনের ফুটবল কর্তৃপক্ষ এবং সে দেশের মন্ত্রীরাও। তার প্রেক্ষিতে ‘বিদ্রোহী’এ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে ম্যানসিটি।

ইউরোপের ১২টি জায়ান্ট ক্লাব মিলে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা দেয় রোববার। তাদের মধ্যে রিয়াল মাদ্রিদও রয়েছে। ইংল্যান্ডের 'বিগ সিক্স' খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার সবাই নতুন এই লিগে যোগ দিতে সম্মতি জানায়।

শোনা যাচ্ছে, রাতের বৈঠকে টুর্নামেন্টটি বাতিলও হয়ে যেতে পারে।

এ সম্পর্কিত আরও খবর