অক্সিজেন নিয়ে ভারতের পাশে কামিন্স

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 21:03:28

আইপিএল খেলতে এখন ভারতে আছেন প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে টি-টোয়েন্টি এই আসর মাতাচ্ছেন অস্ট্রেলিয়ান এ তারকা পেসার।

কিন্তু মাঠের খেলা নিয়ে ব্যস্ত থাকলেও ভারতের করোনা পরিস্থিতির দিকে ঠিকই নজর রেখেছেন কামিন্স। দেশটিতে করোনা সংক্রমণ, মৃত্যুহার ভয়াবহ রূপ ধারণ করায় তার মন কাঁদছে। আর হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে।

তাইতো অক্সিজেন কেনার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর তহবিল ‘পিএম কেয়ার্স ফান্ড’এ ৫০ হাজার ইউএস ডলার দান করেছেন এ ক্রিকেট মেগাস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কামিন্স নিজেই দিয়েছেন এই খবর। একইসঙ্গে অন্যদেরও ভারতে বিপদের সময় এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এমন ভয়াবহ পরিস্থিতিতে আইপিএল আয়োজন কতটা যুক্তিসঙ্গত? এনিয়ে ক্রিকেট দুনিয়ায় তর্ক-বিতর্ক চলছে। কিন্তু তারপরও করোনাকালের নাজুক পরিস্থিতিতে আইপিএল খেলার পক্ষে প্যাট কামিন্স। কেননা তার যুক্তি, আইপিএলের কয়েক ঘণ্টার ম্যাচ ঘরবন্দি মানুষকে কিছুটা হলেও আনন্দ দিচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর