৪২ চার, ১৬ ছক্কায় ওয়ানডেতে ৩৪৬, রেকর্ড ইরার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

১৪ বছরের ইরা যাদব

১৪ বছরের ইরা যাদব

ভারতের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে ১৫৭ বলে ৩৪৬ রান নিয়ে রেকর্ড গড়েছেন মেয়েদের আইপিএলে দল না পাওয়া ১৪ বছরের ইরা যাদব। ইরার দুর্দান্ত ইনিংস মুম্বাই ৩ উইকেট হারিয়ে ৫৬৩ রানের বড় সংগ্রহ গড়ে।

মেঘালয়ের বিরুদ্ধে ভারতের আলুরে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে ম্যাচে ঐতিহাসিক এ রেকর্ড গড়েন ইরা। যেখানে ৪২টি চারের পাশাপাশি ১৬টি ছক্কা হাঁকিয়ে ২২০.৩৮ স্ট্রাইক রেট নিয়ে ইনিংসটি শেষ করেন তিনি।

বিজ্ঞাপন

১৪ বছর বয়সী এই ক্রিকেটার ট্রিপল সেঞ্চুরি করেন ভারতের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে। যা মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ। বিসিসিআই আয়োজিত ৫০ ওভারে ক্রিকেটে ছেলে-মেয়ে মিলিয়ে সর্বোচ্চ ইনিংস।

ওয়ানডেতে মহিলা অনূর্ধ্ব-১৯ ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রান করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার লিজেল লির। ২০১০ সালে কেইয়ের বিপক্ষে এম্পুমালাঙ্গার হয়ে খেলে লি ৪২৭ রান করেন। ইরা যাদব অধিনায়ক হার্লি গালার সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৭৪ রানের পার্টনারশিপ গড়েন। যেখানে যাদবের অবদান ছিল ৭১ বলে ১৪৯ রান। এরপর দীক্ষা পাওয়ারের সঙ্গে ১৮৬ রানের আরেকটি পার্টনারশিপ গড়েন, যেখানে যাদবের সংগ্রহ ছিলো ছিল ৫০ বলে ১৩৭ রান।

বিজ্ঞাপন

শ্রদ্ধাশ্রম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ইরা যাদব, ২০২৫ সালের নারী আইপিএলের নিলামের জন্য নিবন্ধন করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের মধ্যে একজন, তবে তাকে কিনে নেয়নি। কয়েকদিন পর, তাকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।