জাকিরের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি সিলেটের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিলেটকে শেষ চারের লড়াইয়ে টিকিয়ে রাখার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিপার-ব্যাটার জাকির হাসান। তার অসাধারণ ব্যাটিংয়ে সিলেট এবার চার ম্যাচে প্রথম জয় পায় ঢাকার বিপক্ষে। এরপর খুলনার বিপক্ষেও আজ ফিফটি হাঁকিয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটে চড়ে ১৮২ রানের পুঁজি পেয়েছে সিলেট। দেখছে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে জাকির ৪৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৬৩ স্ট্রাইক রেটে তিনি হাঁকান ৬টি ছক্কা ও ৩টি চার। তার এই ইনিংসে সিলেট তুলেছে ৫ উইকেটে ১৮২ রান। এর আগে জাকিরের সেরা ইনিংস ছিল ৭০ রানের, যা তিনি খেলেছিলেন গত বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে।

বিজ্ঞাপন

সিলেট আজ ১৫ রানে ২ উইকেট হারায়। এরপর জাকিরের সঙ্গে রনির ১০৬ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ায়। রনি ৪৪ বলে ৫৬ রান করে আউট হন। এরপর অ্যারন জোনসের সঙ্গে ১১ বলে ২৯ রান যোগ করেন জাকির। অধিনায়ক আরিফুলের সঙ্গে শেষ জুটিতে আরও ২২ বলে ৩২ রান এনে দেন তিনি। সিলেট ৫ উইকেটে তোলে ১৮২ রান।

এবারের আসরের ৫ ম্যাচে জাকিরের ব্যাট থেকে এসেছে ২২৬ রান, যা তাকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তুলে এনেছে। পাঁচ ইনিংসে তিনটি ফিফটি হাঁকিয়েছেন এই ব্যাটার। সিলেটের দুর্দশার মাঝেও তার এমন ধারাবাহিক পারফরম্যান্স দলকে নতুন করে আশা জোগাচ্ছে।

বিজ্ঞাপন