তামিমের পর সাইফের বিদায়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:56:41

তামিমের পর ফিরলেন সাইফ হাসান। ৪৬ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৩৪ রান করে প্রবীণ জয়াবিক্রমের বলে সুরঙ্গা লাকমলের হাতে ক্যাচ দেন এ ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন তামিম ইকবাল। এবার চতুর্থ ইনিংসে এসে আর পারেননি অর্ধ-শতক ছুঁতে। ২৪ রানের মাথায় দেশ সেরা এ ওপেনার ফিরেন রমেশ মেন্ডিজের বলে নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩৭ রানের মহা চ্যালেঞ্জিং লক্ষ্য নিয়ে ব্যাট হাতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত ১৫ রান নিয়ে উইকেটে টিকে আছেন। শূন্য রান নিয়ে তার সঙ্গে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক। টাইগাররা এখন ৩৬৫ রানে পিছিয়ে।

চতুর্থ ইনিংসে এই বিশাল স্কোর ছোঁয়া এক রকম অসম্ভবই। তবে অবিশ্বাস্য কিছুর আশায় ব্যাট হাতে মাঠে নেমেছে বাংলাদেশ। তাদের সামনে এখন কেবল হার এড়ানোর লড়াই। ম্যাচের সঙ্গে সিরিজ বাঁচাতে হলে এখন দরকার প্রকৃতি মানে বৃষ্টি বা আলোর স্বল্পতার সহায়তা। কারণ উইকেট এখন পুরোপুরি বোলিং বান্ধব হয়ে পড়েছে। এমন উইকেটে রান পাহাড়ে উঠে জয় ছিনিয়ে নিতে হলে দরকার অলৌকিক ও অবিশ্বাস্য কিছু পারফরম্যান্স। আর পুরনো রেকর্ড ভেঙে গড়তে হবে নতুন বিশ্ব রেকর্ড।

টেস্টে এত রান তাড়া করে এর আগে কেউ জিততে পারেনি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে। বিদেশের মাটিতে চতুর্থ ইনিংসে লাল-সবুজের প্রতিনিধিদের ২৮২ রানের বেশি করার নজির নেই। চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ৪১৩ রান তুলেছিল ২০০৮-০৯ মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ২০০৩ সালে ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ক্যারিবিয়ানরা। জিততে হলে এ সব রেকর্ড এখন ভাঙতে হবে অতিথিদের।

৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাইজুলের বলে ১২ রান নিয়ে সুরঙ্গা লাকমল আউট হলে এক উইকেট হাতে রেখেই ব্যাটিং পর্ব চুকিয়ে ফেলে ক্যাপ্টেন দিমুথ করুনারত্নের দল। এতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪৩৬ রান।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং ভালো করেছেন টাইগাররা বোলাররা। ৭২ রান খরচায় তাইজুল ইসলাম একাই শিকার করেন পাঁচ উইকেট। এনিয়ে টেস্টে অষ্টমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছুঁলেন তিনি। দুই ইনিংস মিলে তার উইকেট এখন ছয়টি। ৬৬ রানে দুটি উইকেট গেছে মেহেদী হাসান মিরাজের থলেতে। এতে প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখা গেছে। কিন্তু লাভ হচ্ছে না। কেননা প্রথম ইনিংসেই লঙ্কানরা এগিয়ে ছিল ২৪২ রানে।

দিমুথ করুনারত্নের পর উইকেট থেকে বিদায় নেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৫২ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৪১ রান করে মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে ফেরেন এ লঙ্কান অলরাউন্ডার।

৭৮ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৬ রান নিয়ে আউট হন লঙ্কান ক্যাপ্টেন করুনারত্নে। সাইফ হাসানের বলে বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেন এ ওপেনার। ক্যারিয়ারের সেরা একটি টেস্ট সিরিজ খেললেন করুনারত্নে। দুই টেস্টের ৩ ইনিংস মিলিয়ে সংগ্রহ করলেন রেকর্ড ৪২৮ রান। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করে ছিলেন ৩৫৬ রান। পাথুম নিসানকার ২৪ রান ও নিরোশান ডিকভেলা ২৪ রান যোগ করেন দলীয় স্কোরে।

২ উইকেটে ১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুনারত্নে ১৩ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন। শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৫১ রানে।

এ সম্পর্কিত আরও খবর