সাকিবকে বলে দেওয়ার কিছু নেই: মাহমুদউল্লাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 09:51:51

বল হাতে যেন একটু একটু করে ছন্দে ফেরার আভাস দিচ্ছেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচেই স্পিন জাদুতে শিকার করেছেন দুই উইকেট।

কিন্তু ওয়ানডাউনে নেমে ব্যাট হাতে ঠিক নিজেকে মেলে ধরতে পারছেন না সাকিব আল হাসান। হাতের ব্যাট হাসাতে রীতিমতো লড়াই করে চলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। প্রথম ম্যাচে শুরুটা ভালো করেও থেমে যান মাত্র ১৫ রানে। আর সিরিজ জয়ের ম্যাচে তিন বল মোকাবেলা করে ফেরেন শূন্য রানে।

তবে এনিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ রিয়াদ। তারকা এ অলরাউন্ডারের আত্মবিশ্বাস, পরের ম্যাচেই দলকে বড় ইনিংস উপহার দেবেন এ ক্রিকেট মহাতারকা। আর তাই সাকিবকে ব্যাটিং টিপস দেওয়ার প্রয়োজন দেখছেন না মাহমুদউল্লাহ।

বৃহস্পতিবার, ২৭ মে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তারকা মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিবকে নিয়ে বলার কিছু নেই। খেলাটা জানে সে। জানে কখন কি করা দরকার। একটি ছেলে দশ-বার বছর ধরে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডারের তকমা ধরে রেখেছে, এটা কোনো জোকস নয়। ও জানে কখন ব্যাটিং করা প্রয়োজন। কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে।’

মাহমুদউল্লাহ’র প্রত্যাশা শেষ ওয়ানডেতেই দেখা যাবে সাকিবের ব্যাটিং ঝলক, ‘প্রথম ম্যাচে ভালোই শুরু করেছিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি। আমি নিশ্চিত, আগামীকালের (শুক্রবার, ২৮ মে) ম্যাচেই ও ভালো খেলবে।’

নিজের ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট মাহমুদউল্লাহ। এ নিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে, ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আছি। এটা নিয়ে গত দুই-তিন বছর ধরে কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি। রানিং হোক, জিম হোক, এক্সট্রা রানিং, এক্সট্রা জিম, ব্যালেন্সিং কাজ আমার অনেক বেশি করা লাগে, মেইনটেইন করতে হয়। এই জিনিসগুলো করার চেষ্ট করি। চেষ্টা করি যেন ফিটনেসটা ভালো থাকে।’

সিরিজের শেষ ম্যাচে নিজেদের ভুলগুলো শোধরে নিতে চান মাহমুদউল্লাহ। দূর করতে চান শুরুর ও শেষের বাজে ব্যাটিংয়ের দুঃস্বপ্নটা, ‘ব্যাটিং, বোলিং সব মিলিয়ে আমাদের সেরা ক্রিকেটটা আমরা এখনো খেলতে পারিনি। এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমরা সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব। টপ অর্ডারের ধস, লেট মিডল অর্ডারে প্রথম ম্যাচে আমরা স্লগ ওভারে সেভাবে রান তুলতে পারিনি। এই সব ক্ষেত্রে আমাদের আরেকটু ভালো পারফর্ম করা উচিত। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে ক্যাপ্টেন তামিম ইকবালের বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই অতিথি শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করবে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার, ২৮ মে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা।

এ সম্পর্কিত আরও খবর