আজ মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 01:26:13

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে শুক্রবার আবাহনীর বিপক্ষে স্টাম্প ভেঙে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। ডিপিডিএলে মোহামেডান ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ফেলায় তার শাস্তি শেষ হয়েছে। দুই দফায় করোনা টেস্টে উত্তীর্ণ হয়ে নিজ ক্লাব মোহামেডানের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন।

আজ বৃহস্পতিবার, ১৭ জুন মাঠে ফিরতে পারবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। বিকেল ৬টায় লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপের মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচ দিয়েই মাঠের লড়াইয়ে ফেরার কথা সাকিবের।

লিগ পর্বের শেষ ম্যাচে খেললেও সাকিব সুপার লিগে খেলবেন কিনা সেটা বলতে পারছেন না মোহামডানের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন, ‘সাকিব আজ খেলছে এটি নিশ্চিত। এরপর সুপার লিগ শুরু। সেখানে থাকবে কিনা সেটি আমি বলতে পারছি না।’

নিষেধাজ্ঞা পেয়ে হোটেল ছেড়েছিলেন সাকিব। জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেলের বাইরে যাওয়ায় দু’বার করোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে সাকিবকে। পরপর দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়ে বুধবার, ১৬ জুন রাতেই হোটেলে উঠেছেন সাকিব। ঢুকেছেন টিম হোটেলের জৈব সুরক্ষা বলয়ে।

এ সম্পর্কিত আরও খবর