পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 08:33:39

নিউজিল্যান্ড সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৩ সালে। এরপর নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনেক সিরিজ খেললেও আর পাকিস্তানের মাটিতে দেখা হয়নি দুদলের। অবশেষে ১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাবর আজমদের দেশ ভ্রমণ করতে চায় তারা।

এতদিন নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে যায়নি ব্ল্যাক ক্যাপস শিবির। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার জেরে দীর্ঘ ছয় বছর পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই কঠিন সময়ে পাকিস্তান হোম সিরিজ খেলে সংযুক্ত আরব আমিরাতে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। দেশটি সফর করেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান যেতে চায় ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের দল। সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা। তার আগে অবশ্য সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে কিউইরা।

এ সম্পর্কিত আরও খবর