টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক উপহার দিয়েছেন মীরাবাই চানু। প্রতিবেশী দেশের হয়ে এবারের অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন লাভলিনা বোরগোহাইন।
আজ শুক্রবার, ৩০ জুলাই নারী বক্সিংয়ের ওয়েল্টারে ইভেন্টের ৬৪–৬৯ কেজি ওজন শ্রেণিতে শেষ আটে চীনা তাইপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নিয়েন–চিন চেনকে ৪–১ ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছেন লাভলিনা। অলিম্পিক বক্সিংয়ের সেমিফাইনালে হেরে যাওয়া দুই প্রতিযোগীই পান ব্রোঞ্জপদক। ফলে লাভলিনার পদক নিশ্চিত হয়ে গেছে।
সেমিফাইনালের লড়াইয়ে লাভলিনা লড়বেন আগামী ৪ আগস্ট। ফাইনালে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ তুরস্কের বুয়েনাজ সারমেনেলিকে হারাতে পারলে স্বর্ণ বা রৌপ্য জেতার সুযোগ থাকবে ভারতের ২৩ বছর বয়সী এ বক্সারের সামনে। অন্যথায় ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাকে।