রিয়ালের 'প্রথম' গোলশূন্য ড্র

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 17:41:01

রিয়াল মাদ্রিদ লড়াই করল ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। কিন্তু নিজেদের মাঠে খেলেও করিম বেনজেমারা ছিলেন নিষ্প্রভ। বলতে গেলে গোলের কোনো সুযোগই তৈরী করতে পারেননি।

ফল যা হওয়ার তাই হয়েছে। লা লিগার শীর্ষে থাকা রিয়াল গোল শূন্য ড্র করেছে পয়েন্ট তালিকার মাঝামাঝিতে থাকা ভিয়ারিয়ালের সঙ্গে। তবে লিগ মৌসুমের শুরু থেকে এখনো পর্যন্ত অজেয় থেকে গেল দুদলই।

শুরুর ছয় ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ করেছে ২১ গোল। কিন্তু এ ম্যাচে কমই গোল করার সুযোগ তৈরি করেছে তারা।

ফুটবল গুরু আনচেলত্তির অধীনে দুই স্পেলে ৮৩ ম্যাচ খেলে স্প্যানিশ লিগে এই প্রথম গোল শূন্য ড্র করল রিয়াল।

করিম বেনজেমার শট ও ইসকোর দিক পাল্টে ফেলা হেডারই কেবল সেভ করতে হয়েছে ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলিকে।

ভিয়ারিয়ালের কম হলেও গোলের ভালো সুযোগ ছিল। আরনাট ডানজুমা অন্তত দুইবার পরীক্ষায় ফেলেন রিয়াল গোলবারের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়াকে।

লা লিগার অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হার মেনেছে আলাভেসের কাছে। চলতি মৌসুমে এই প্রথম হারল কোচ ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

এ সম্পর্কিত আরও খবর