অবশেষে মুশফিকের ব্যাটে ফিরল হাসি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 20:38:45

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ মুশফিকুর রহিমের ব্যাট যেন কথাই বলছিল না। তাই তো দুশ্চিন্তা ভর করেছিল মিস্টার ডিপেন্ডেবলের মাথায়।

তাই তো অন্য ক্রিকেটাররা যখন ছুটিতে মিরপুরে মুশফিক তখন ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। হাতের ব্যাটের জবান ফেরাতে ছুটে গেছেন সুদূর চট্টগ্রামে। 'এ' দলের হয়ে মাঠ দাপাতে। 

অবশেষে কষ্টের ফল পেলেন মুশফিক। অনেক দিন পর কথা বলেছে তার ব্যাট। শুধু কথাই বলেনি, হাসির ঝিলিক দেখা দিয়েছে তার ব্যাটে। বাংলাদেশের তারকা এ ব্যাটসম্যান পেলেন রানের দেখা। 

৭০* রানের হার না দুরন্ত এক ইনিংস খেলে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে ওয়ানডেতে মুশফিক বাংলাদেশ ‘এ’ দলকে উপহার দিয়েছেন ৬ উইকেটের বড় জয়।

যদিও ব্যাটিংয়ে সেরা ছন্দে ছিলেন না মুশফিক। প্রান্ত বদল করতেই বেগ পেতে হয়েছে তাকে। ৩৫ ও ৪২ রানে জীবন ফিরে পান দুইবার।

তবে ৬ চার ও ১ ছক্কায় সাজানো ৯১ বলের দাপুটে ইনিংসটি মুশফিককে সেরা ফর্মে ফিরতে সহায়তা করবে নিশ্চয়ই।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে সবকট উইকেট হারিয়ে ২৪৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ এইচপি টিম।

তানজিদ হাসান তামিম ৮১ ও শাহাদাত হোসেন ৫১ রান করেন। মোসাদ্দেক হোসেন শিকার করেন চার উইকেট।

বাংলাদেশ 'এ' দল ৪৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই ২৫২ তুলে ফেলে। মুশফিকের ফিফটির সঙ্গে ৬০ রান এনে দেন ইমরুল কায়েস।

এ সম্পর্কিত আরও খবর