সোহেলের জ্বর, দর্শক শ্রীলঙ্কা ম্যাচে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 16:45:59

আগামীকাল শুক্রবার, ১ অক্টোবর পর্দা উঠতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের। দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

কিন্তু ম্যাচের আগে খারাপ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না সোহেল রানা। টুর্নামেন্টের আয়োজক মালদ্বীপের রাজধানী মালেতে যাওয়ার পর থেকেই জ্বরে ভুগছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। 

এ কারণে প্রথম দিন দলীয় অনুশীলনে ছিলেন না সোহেল। এখনো তিনি রয়েছেন বিশ্রামে। ফলে তাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামবে বাংলাদেশ।

সোহেলকে না পেলেও কোচ অস্কার ব্রুজন অবশ্য চিন্তিত নন। তিনি বলেন, ‘সোহেলের বিকল্প আমাদের রয়েছে। আমরা ম্যাচের দিকেই নজর রাখছি।’ 

সোহেলের বিকল্প ভেবে রেখেছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও, ‘সোহেল অবশ্যই ভালো খেলোয়াড়। তবে তার জায়গা নেয়ার মতো খেলোয়াড় আমাদের রয়েছে।’ 

কোচ অস্কার ব্রুজনের ৪-৩-৩ ফরমেশনে সোহেলের বদলে খেলতে পারেন সাদ উদ্দিন। হ্যানভিরু অনুশীলন মাঠে সোহেলের পর আজ দুপুরে অনুশীলনে ছিলেন না ডিফেন্ডার রেজাউল করিম।

এ সম্পর্কিত আরও খবর