সর্বশেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে ইংল্যান্ডে খেলা জাতীয় দলের ফুটবলারদের পায়নি ব্রাজিল। আর্জেন্টিনা পেলেও ঘটে যায় হতবাক করা সব কাণ্ড।
আর্জেন্টিনার চার ফুটবলার কোয়ারেন্টিনের নিয়ম না মানায় ব্রাজিলের বিপক্ষে তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত হয়ে যায়।
এখানেই শেষ নয়। ক্লাবের অনুমতি ছাড়া দেশে ফেরায় আর্জেন্টিনার ওই চার ফুটবলারকে অন্য দেশে গিয়ে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। দুই ফুটবলারকে গুনতে হয়েছে জরিমানা।
ফের দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক ফুটবলের সূচি। তবে এবার আর সমস্যা হচ্ছে না। ইংল্যান্ডে খেলা ফুটবলারদের পাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে শর্ত ধরিয়ে দিয়েছে ব্রিটিশ সরকার। করোনা প্রতিরোধী টিকা নেওয়া থাকলে দেশের হয়ে খেলতে পারবেন ইংল্যান্ডে থাকা লাল তালিকাভুক্ত ফুটবলাররা।
দেশ থেকে ফিরে লাল তালিকাভুক্ত দেশগুলোর ফুটবলাররা কোয়ারেন্টিনে থাকাকালীন ক্লাবের হয়ে অনুশীলনের সঙ্গে ম্যাচও খেলতে পারবেন।