১১০ ভাগ দিয়ে খেলেও হচ্ছে না: তাসকিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:49:10

সেমি-ফাইনালে খেলার স্বপ্নটা শেষ টাইগারদের। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জয় অধরাই রয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার কাছে ৮৪ রানে গুঁড়িয়ে গেছে বাংলাদেশ। কিন্তু কেন? 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন, তারা নিজেদের মতো খেলতে পারেননি, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আমরা এর চেয়ে ভালো দল। যেসব ম্যাচ জেতা উচিত ছিল, সেগুলো হেরে গেছি আমরা। আমরা হয়তো অন্যান্যদের মতো টি-টোয়েন্টিতে অতো শক্তিশালী নই। কিন্তু আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারিনি। আমরা এর চেয়ে ভালো খেলতে পারতাম।’

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে জয়ের কাছে যেতেও জিততে পারেনি বাংলাদেশ। তাসকিন করলেন সেই আক্ষেপ, ‘দুইটা জেতা ম্যাচ জিততে পারলে অনেক কিছুই মনে হতো না। সহজ দুইটা ম্যাচ হারাতে সবকিছু আমাদের বিপক্ষে মনে হচ্ছে। ব্যাটিং ক্লিক করেনি কিছু ম্যাচে, এজন্য অনেক কিছু মনে হচ্ছে। যেটা চলে গেছে ওটা তো ফেরত আনতে পারব না। সামনে একটা ম্যাচ আছে, যতটা ভালো খেলা যায়।’

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সান্ত্বনার জয় এনে দিতে চান তারকা পেসার তাসকিন, ‘দেশকে একটাও যদি জয় উপহার দিতে পারি, এটাই আমাদের জন্য অনেক। সামনের দিনগুলো যাতে ভালো যায় সেই চেষ্টা করছি। কেউ তো ইচ্ছা করে খারাপ করে না। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না। আমি নিশ্চিত, সবাই ১১০ ভাগ দিচ্ছি। তারপরও কিছু জায়গায় হয়নি। ভবিষ্যতে যেন শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি।’

এ সম্পর্কিত আরও খবর