সাইফের কোচ হলেন ক্রুসিয়ানি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 16:57:10

দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরলেন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। তা প্রায় ১৪ বছর পর। বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলা এ আর্জেন্টাইন কোচ এবার দায়িত্ব কাঁধে তুলে নিলেন সাইফ স্পোর্টিং ক্লাবের।

৫৫ বছর বয়সী এ ফুটবল গুরুর সঙ্গে আজ শনিবার চুক্তির স্বাক্ষর করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আপাতত এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের বেসিক টার্গেট ছিল বাংলাদেশের খেলোয়াড়দের সাইকোলজি, বাংলাদেশের সাংস্কৃতি সম্পর্কে জানা আছে এমন কাউকে নেওয়া। এগুলো খতিয়ে দেখতে গিয়ে দেখলাম যে, ডিয়েগো সেরাদের মধ্যে একজন, যিনি বাংলাদেশে কোচিং করিয়েছেন; তার সাফল্য মোটামুটি ভালো।’

কোচের চুক্তির মেয়াদ নিয়ে ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কোচের সঙ্গে চুক্তি আপাতত এক বছরের। আমাদের সঙ্গে যদি ভালো কিছু হয়, তাহলে নিশ্চিতভাবেই চুক্তির মেয়াদ বেড়ে যাবে। কেবল এক বছরের নয়, দুই-তিন বছরের বা দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে।’

রোমাঞ্চিত ক্রুসিয়ানি প্রতিশ্রুতি দিয়েছেন নতুন মিশনে সাফল্য ছিনিয়ে আনার, ‘আমার পরিকল্পনা হচ্ছ। আমরা সাফল্য পেতে চাই। এটা অবশ্যই সহজ নয়, কিন্তু দারুণ চ্যালেঞ্জের। (সাফল্য পেতে) আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করব, সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব লক্ষ্য পূরণে।’

এ সম্পর্কিত আরও খবর