প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রেরণা পাচ্ছেন মাহমুদউল্লাহরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 02:29:01

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়েছে যাচ্ছে তাই বাজে পারফরম্যান্সে। দুঃস্বপ্নের শুরু অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে হার দিয়ে। পরে বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে ওমান ও পাপুয়া নিউগিনিকে ধরাশায়ী করে কোনোমতে সুপার টুয়েলভে নাম লেখায় টাইগাররা। মূল পর্বে লাল-সবুজের প্রতিনিধিদের হয় ভরাডুরি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল একটি ম্যাচও জিততেও পারেনি। দলের এমন পারফরম্যান্সের পরও মন খারাপ হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভক্ত-সমর্থকদেরও হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর এই কথায় অনুপ্রেরণা খুঁজে নিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দিন সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ বলেন, ‘জিনিসটা দেখেছি এবং শুনেছি। আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তার এই কথাটা আমাদের আরও অনেক প্রেরণা যোগাবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা কথা। আর উনি আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দেন সমর্থন দেন, আগলে রাখেন, সেটা অবিশ্বাস্য। আমরা এতটুকু নিশ্চিত করব যে আমাদের মোর দ্যান শতভাগ দিয়ে এই সিরিজটা খেলব।’

গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফর নিয়ে বুধবার ১৭ নভেম্বর, বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলা দেখে আপনারা এত হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলেছেন কখনো, মাঠে গেছেন কখনো? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না। কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক নয়। এটা আমাদের একটা রোগের মতো হয়ে গেছে, একটুতেই হতাশ, একটুতেই উৎফুল্ল। মাঝে-মধ্যে ধৈর্য ধরে থাকেন। আগামীতে আরও ভালো করবে তারা।’

বিশ্বকাপে ভালো খেলতে পারেনি দেশের ক্রিকেটাররা। চরম সত্যটা স্বীকার করে নিয়ে মাহমুদউল্লাহ পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে ভালো শুরুর প্রত্যাশার কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘বিশ্বকাপের প্রত্যাশা যে রকম ছিল এটা আমরাও জানি, আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি বিশ্বাস করি যে, আমাদের বাংলাদেশ টিমের একটা ভালো শুরু সব সময় খুবই গুরুত্বপূর্ণ, তো আমাদের এই সিরিজে ইনশাল্লাহ আমরা ভালো শুরু করব, আমাদের এ ফ্লোটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

এ সম্পর্কিত আরও খবর