মুশফিক-বিতর্ক নিয়ে চুপ মাহমুদউল্লাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 00:27:51

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার আগেই শোনা যাচ্ছিল কথাটি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে নাও থাকতে পারেন মুশফিকুর রহিম। পরে সেই উড়ো কথাটাই সত্যি হয়ে যায়। তারকা এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে বাদ দিয়েই ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। 

তাই পুরনো গুঞ্জনটা ফের নানা ডালপালা মেলতে থাকে। শোনা যায়, মুশফিককে টি-টোয়েন্টি থেকেই বাদ দেওয়া হচ্ছে। তবে মিনহাজুল আবেদীন নান্নু বলেন ভিন্ন কথা। প্রধান নির্বাচক জানান, বাদ পড়েননি মুশফিক। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সিরিজকে সামনে রেখে বিশ্রামে রাখা হয়েছে তাকে।

কিন্তু দল থেকে বাদ পড়ার পর বুধবার এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন মুশফিক। দেশের অন্যতম নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান জানিয়েছেন, বিশ্রামের বিষয়ে বোর্ড কর্তাদের সঙ্গে তার কোনো কথাই হয়নি। শুধু তাই নয়, তিনি নিজে থেকে নাকি বিশ্রাম নিতে চাননি। তাই দলে নাম না থাকাটাকে বাদ পড়েছেন হিসেবেই দেখছেন।

আজ বৃহস্পতিবার, ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনে মুশফিকের বিষয়টিও উঠে আসে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের সামনে। তবে মুশফিকের এ বক্তব্য নিয়ে মাহমুদউল্লাহ কথাই বলতে চাননি, ‘দেখেন মুশফিক কী বলেছে আমি নিজেও জানি না। আগে দেখি, এরপর সম্ভবত এ নিয়ে কিছু বলতে পারবো। এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে।’

মাহমুদউল্লাহ জানান, মুশফিক বাদ পড়েছেন নাকি বিশ্রামে রয়েছেন সেটা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে, ‘আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এই মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর