রাজি থাকলে মাশরাফিকে চায় বিসিবি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 04:28:07

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট অনেক আগেই ছেড়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে এখনো সরে দাঁড়াননি। তবে দেশের জার্সিতে সাবেক এ টাইগার ক্যাপ্টেনকে দেখতে পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে তার ক্রিকেট জ্ঞানের ভান্ডার কাজে লাগিয়ে উপকৃত হতে পারে দেশের ক্রিকেট।

মহেন্দ্র সিং ধোনি যেমনটা টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে বিরাট কোহলিদের সঙ্গী হয়েছিলেন। ঠিক তেমনি দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রাজি থাকলে দলে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। বিকেএসপি’তে এক অনুষ্ঠানে বোর্ড প্রধান জানালেন তেমনটাই, ‘মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’

মুশফিককে উইকেটের পিছন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ কী? প্রশ্নটা শুনতেই রেগে গিয়ে পাপন বলেন, ‘কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে এটার মানেটা কী? অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কি দেখতে পারবো না? যেই করুক, কোচও যদি করে, ও কি এটা যাচাই করতে পারে না যে আমার আর কি অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী? ভেতরের খবর তো আপনারা বলেন। আপনারা যখন প্রচার করেন তখন এটা উল্টো হয়। এটা তো সব খেলোয়াড়ের জন্যই থাকা উচিত।’

সোহানের স্তুতিও গাইলেন পাপন, ‘আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান যে কিপিং করল, ও কি খারাপ করছে? অবশ্যই সে সেরা। একটা জিনিস তো জানি, আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম? আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’

এ সম্পর্কিত আরও খবর