আগামী বছর মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসর। ফাইনাল দিয়ে এক মাসের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৭ ফেব্রুয়ারি। নতুন বছরের নতুন এই আসরকে সামনে রেখে লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট।
এবার দেখে নেয়া যাক পিএসএলের সপ্তম আসরে কে কোন দলের হয়ে মাঠ মাতাবেন-
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: জেমস ভিন্স, সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, জেসন রয়, জেমস ফকনার, উমর আকমল, সোহেল তানভীর, বেন ডাকেট, খুররম শেহজাদ, নাভিন উল হক, আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, মোহাম্মদ আশর কুরেশি, নূর আহমেদ ও আহসান আলী।
লাহোর কালান্দার্স: শাহীন শাহ আফ্রিদি, রশিদ খান, ডেভিড ভিসা, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, সোহেল আখতার, জিশান আশরাফ, আহমেদ ড্যানিয়েল, ফখর জামান, ফিল সল্ট, হ্যারি ব্রুক, আব্দুল্লাহ শফিক, কামরান গোলাম, ডিন ফক্সক্রফট, জামান খান, মাজ খান, সামিত প্যাটেল ও সৈয়দ ফারদিউন।
ইসলামাবাদ ইউনাইটেড: আসিফ আলী, হাসান আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান, পল স্টার্লিং, কলিন মুনরো, মারচ্যান্ট ডি লাঙ্গ, মোহাম্মদ আখলাক, রিস টপলি, দানিস আজিজ, জাফর গোহার, মুবাসির খান, মোহাম্মদ জিশান, রহমানউল্লাহ গুরবাজ ও আতহার মেহমুদ।
করাচি কিংস: বাবর আজম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নবী, মোহাম্মদ আমির, জো ক্লার্ক, শার্জিল খান, আমের ইয়ামিন, মোহাম্মদ ইলিয়াস, ক্রিস জর্ডান, লুইস গ্রেগোরি, উমাইদ আসিফ, টম অ্যাবেল, রোহাইল নাজির, মোহাম্মদ ইমরান, ফয়সাল আকরাম, কাসিম আকরাম, তালহা আহসান ও রোমারিও শেফার্ড।
মুলতান সুলতান্স: মোহাম্মদ রিজওয়ান, রাইলি রুশো, শোয়েব মাকসুদ, ইমরান তাহির, শান মাসুদ, খুশদিল শাহ, শাহনেওয়াজ দহানি, টিম ডেভিড, ওডিন স্মিথ, রুম্মন রইস, আসিফ আফ্রিদি, আনোয়ার আলী, রভম্যান পাওয়েল, ইমরান খান জুনিয়র, আব্বাস আফ্রিদি, আমির আজমত, ব্লেসিং মুজারাবানি ও ইহসানউল্লাহ।
পেশোয়ার জালমি: ওয়াহাব রিয়াদ, লিয়াম লিভিংস্টোন, শোয়েব মালিক, শেরফানে রাদারফোর্ড, হায়দার আলী, সাকিব মাহমুদ, হুসাইন তালাত, টম কোহলার-ক্যাডমোর, হজরতউল্লাহ জাজাই, উসমান কাদির, সালমান ইরশাদ, আরশাদ ইকবাল, সামিন গুল, কামরান আকমল, সিরাজউদ্দিন, মোহাম্মদ আমির খান, বেন কাটিং ও মোহাম্মদ হারিস।