চোখের জলে ফুটবল থেকে অবসরে আগুয়েরো

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:32:59

খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল। ফুটবল ক্যারিয়ারকে না দিচ্ছেন সার্জিও আগুয়েরো। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। সব ধরনের ফুটবল থেকে অবসরে চলে গেলেন আর্জেন্টাইন এ সুপারস্টার। আজ বুধবার, ১৫ ডিসেম্বর ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বর্ণালি ফুটবল ক্যারিয়ারকে না বলে দিলেন আগুয়েরো।

কান্না যেন কিছুতেই থামছিল না আগুয়েরোর। চোখের জল মুছতে মুছতে এ মেগাস্টার বলে গেলেন, ‘এই অনুষ্ঠানটা এই কথা জানানোর জন্য যে, আমি সব ধরনের পেশাদার ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটা খুবই কঠিন সময়।’

অবসরের কারণ হিসেবে হার্টের সমস্যার কথাই উল্লেখ করলেন আগুয়েরো, ‘প্রথম ব্যাপার হচ্ছে আমার স্বাস্থ্য। আপনারা জানেন এক মাস আগে হার্টে সমস্যা হয়েছিল। আমি ভালো কিছু ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছি। তারা আমাকে বলেছেন, সবচেয়ে ভালো হয় যদি খেলা বন্ধ করে দিই। আমি এক সপ্তাহ বা দশদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছি।’

বার্সার হয়ে আলাভেজের বিপক্ষে খেলার সময় বুকের ব্যথায় মাঠেই লুটিয়ে পড়ে গিয়েছিলেন আগুয়েরো। পরে হাসপাতালে ভর্তি করা তাকে। তিন মাসের জন্য মাঠের লড়াইয়ে দর্শক বনে যান ৩৩ বছরের এ তারকা স্ট্রাইকার। এজন্য তো ফুটবল ক্যারিয়ার থেকেই বিদায় নিতে হলো আগুয়েরোকে।

চলতি মৌসুমেই ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের সম্পর্ক ছিন্ন করেন আগুয়েরো। নতুন ঠিকানা গড়েন বার্সেলোনায়।

এ সম্পর্কিত আরও খবর