অনিশ্চিত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বোর্ড সভায় পাপন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:20:20

নিউজিল্যান্ড করোনায় সফরে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন রঙ্গনা হেরাথ। বাংলাদেশের এই স্পিন বোলিং কোচ রয়েছেন আইসোলেশনে। তবে সব মিলিয়ে ভালো আছেন তিনি। তবে লঙ্কান এ স্পিন গ্রেটের করোনা রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ভাগ্য।

রঙ্গনা হেরাথ যে করোনায় আক্রান্ত হয়েছেন। এটা তো নিশ্চিত। কিন্তু তিনি করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কিনা সেটাই এখন জানার বাকি। সেটা হলে ঝুলে যেতে পারে সিরিজের ভাগ্য। আর সেটা হলে করণীয় কি হবে। সেটা ঠিক করতেই বোর্ড পরিচালকদের নিয়ে আজ শনিবার, ১৮ ডিসেম্বর দুপুরে বৈঠকে বসছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বিজয় দিবসে বেশ কয়েকজন ক্রিকেটার রুম কোয়ারেন্টিনের বন্দীদশা থেকে মুক্তি পেয়েছিলেন। জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গেয়ে উদযাপন করেছিলেন বিশেষ দিনটি। তবে বৃষ্টি থাকায় হয়নি অনুশীলন। তাদের উঠার কথা ছিল টিম হোটেলে। কিন্তু করোনা টেস্টে নেগেটিভ হয়ে নীল ব্যান্ড পেয়েও টিম হোটেলে উঠতে পারেননি তারা। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সবাইকে ফের হলুদ ব্যান্ড পরতে হয়েছে। ২১ ডিসেম্বর পর্যন্ত কোয়ারেন্টিনে বন্দী থাকতে হবে সবাইকে। 

তাছাড়া ২০ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। তবে এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি। ঠিক হয়নি আসরের ৬টি ফ্র্যাঞ্চাইজিও। ক্রিকেটার্স ড্রাফট হবে কবে সেটাও জানা বাকি। এসব বিষয় নিয়েও আজ আলোচনা হবে বোর্ড সভায়।

এ সম্পর্কিত আরও খবর