মা হারালেন খালেদ মাসুদ পাইলট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদ মাসুদ পাইলট ও তার মা নার্গিস আরা, ছবি: সংগৃহীত

খালেদ মাসুদ পাইলট ও তার মা নার্গিস আরা, ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজেই।

খালেদ মাসুদ পাইলট বলেন, আমার মা নার্গিস আরা বেগম আর নেই। মায়ের জানাজার নামাজ মঙ্গলবার (২৫ জুন) বাদ এশা মহানগরের টিকাপাড়া গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এ সময় মায়ের জন্য তিনি সবার কাছে দোয়া চান।


তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।

চিকিৎসকরা বলছেন, এসব জটিলতাসহ কিডনিজনিত সমস্যা নিয়ে রোববার (২৩ জুন) তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। সোমবার (২৪ জুন) অবস্থার অবনতি হওয়ায় তাকে রামেক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।