পরিসর কমিয়ে পাঁচ দল নিয়ে হবে বিপিএল!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 10:56:23

আগামী ২০ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। তবে এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি। ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সামনে কোনো আপাতত কোনো বাধা নেই। তবে টানা সূচির কারণে সময় বাঁচাতে আসরের পরিসর কমিয়ে আনা হতে পারে। ভেন্যু কমিয়ে তিন থেকে দুইয়ে নামিয়ে আনা হতে পারে। টুর্নামেন্টের দল কমিয়ে ছয় থেকে পাঁচ করা হতে পারে। এনিয়ে চিন্তা-ভাবনা করছে বিসিবি।

ভেন্যু কমিয়ে পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজনের আভাস দিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘তিনটি ভেন্যুর জন্য ছয় দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা দুই দিন বাঁচাতে পারি। ছয়টির জায়গায় পাঁচটি দল করলে আমরা চার-পাঁচ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব।’

বিজয় দিবসে বেশ কয়েকজন ক্রিকেটার রুম কোয়ারেন্টিনের বন্দীদশা থেকে মুক্তি পেয়েছিলেন। জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গেয়ে উদযাপন করেছিলেন বিশেষ দিনটি। তবে বৃষ্টি থাকায় হয়নি অনুশীলন। তাদের উঠার কথা ছিল টিম হোটেলে।

কিন্তু করোনা টেস্টে নেগেটিভ হয়ে নীল ব্যান্ড পেয়েও টিম হোটেলে উঠতে পারেননি তারা। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সবাইকে ফের হলুদ ব্যান্ড পরতে হয়েছে। ২১ ডিসেম্বর পর্যন্ত কোয়ারেন্টিনে বন্দী থাকতে হবে সবাইকে। যে কারণে মানসিক চাপে রয়েছেন ক্রিকেটাররা। কোয়ারেন্টিন পর্ব ফের বেড়ে গেলে তার প্রভাব পরতে পারে বিপিএলে। পিছিয়ে যেতে পারে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া এ টি-টোয়েন্টি আসর।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিপিএল’কে গুরুত্ব দিচ্ছে বিসিবি। এ নিয়ে পাপন বলেন, ‘বিপিএলের দুটি ইস্যু আছে। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিপিএলের সাথে তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে সুপার লিগ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল গুরুত্বপূর্ণ নয়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ।’

২১ ডিসেম্বর, মঙ্গলবার বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিসিবি। টুর্নামেন্টের সবকিছু ঠিক হবে ওইদিন। পাপন বললেন তেমনটাই, ‘বিপিএল কীভাবে করব? এটা আমরা ২১ তারিখ সিদ্ধান্ত নেব। কীভাবে করব? কতটুক সময় পাব? আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে- যারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।’

এ সম্পর্কিত আরও খবর