পেনাল্টি শ্যুটআউটে হেরে মেসিদের বিদায়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 18:16:00

ফ্রেঞ্চ কাপের শিরোপা ডিফেন্ড করার স্বপ্নই বুনেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু তাদের সেই স্বপ্ন গুঁড়িয়ে গেছে শেষ ষোল পর্বেই। পেনাল্টি শ্যুটআউটে লিওনেল মেসিদের ৬-৫ গোলে ধরাশায়ী করেছে এফসি নিস।

এই হার কোচ মাউরিসিও পোচেত্তিনোর দলের জন্য বড় এক ধাক্কা। কেননা শক্তিশালী দল নিয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পিএসজি। 

করোনা থেকে সেরে উঠে এই ম্যাচ দিয়েই মাঠের লড়াইয়ে ফিরেছেন মেসি। পিএসজি'র হয়ে এই প্রথম দশ নম্বর জার্সি নিয়ে মাঠে নামেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। কিন্তু জয়ের দেখা পাননি।

নির্ধারিত সময় শেষে মাঠের লড়াই থেকে যায় গোল শূন্য ড্রয়ে। ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। দুদল মিলিয়ে টানা ১১টি স্পট কিক থেকে বল জড়ায় জালে।

কিন্তু পিএসজি'র শেষ স্পট কিক রুখে দেন প্যারিসের জায়ান্ট ক্লাবটি থেকে নিসে ধারে খেলতে আসা গোলরক্ষক মারসিন বুলকা। তিনি ফিরিয়ে দেন জাভি সিমন্সের শট। 

সুবাদে নিস পৌঁছে গেছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে তারা মুখোমুখি হবে মার্সেই'র বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর