ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের শ্রদ্ধাঞ্জলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 03:09:08

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে বাঙালি জাতির গৌরব উজ্জ্বল দিনটি। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন নানা পেশার মানুষ। দেশের ক্রিকেটাররাও দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তারা।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’

টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লিখেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফেসবুকে সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

ওপেনার লিটন দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।'

এ সম্পর্কিত আরও খবর