ক্যাবরেরার অভিষেকে মালদ্বীপে হারল বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 14:28:35

লক্ষ্যটা ছিল জয় ছিনিয়ে নেওয়ার। কিন্তু মাঠের পারফরম্যান্সে তার প্রমাণ মিললো না। ফল যা হওয়ার তাই হলো। মালদ্বীপের মাটিতে বহুলকাঙ্ক্ষিত জয়টা ধরা দিলো না কিছুতেই। 

ফলে বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অভিষেকটা জয়ের রঙে রাঙাতে পারল না শিষ্যরা। লাল-সবুজের ফুটবলে এ স্প্যানিশ কোচের রাজত্ব শুরু হলো হারের তেতো স্বাদ হজম করে। 

রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়াদের ২-০ গোলে ধরাশায়ী করেছে মালদ্বীপ। দুই অর্ধে একটি করে গোল পেয়েছে স্বাগতিকরা।

হাসান রাইফের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় মালদ্বীপ। বিরতির পর জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম হাসান। পরে আব্দুল্লাহ ইয়ামিন জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। 

আগের ম্যাচে গত নভেম্বরে শ্রীলঙ্কার কলম্বোয় প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে মালদ্বীপকে ২-১ গোলে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। সেটি ছিল ১৮ বছর পর দ্বীপ দেশটির বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম জয়।

আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে মঙ্গোলিয়াকে মোকাবেলা করবে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর