টিভিতে যা দেখবেন আজ
আইপিএল
গুজরাট-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-লিভারপুল
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
বার্সেলোনা-সোসিয়েদাদ
রাত ১টা, র্যাবিটহোল
গুজরাট-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
অ্যাস্টন ভিলা-লিভারপুল
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-সোসিয়েদাদ
রাত ১টা, র্যাবিটহোল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার নতুন আমেজে শুরু করছে জাতীয় ক্রিকেট লিগ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই লড়াই। সব ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। ফাইনাল হবে ২৪ ডিসেম্বর।
এই টুর্নামেন্টের প্লে-অফ রাউন্ডের ম্যাচ মিরপুরের শেরেবাংলায় হওয়ার কথা ছিল। কিন্তু এবার জানা গেল- আসরের পুরোটাই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী কনসার্টের কারণেই প্লে অফ রাউন্ডের ম্যাচ সিলেটে নেওয়া হয়েছে।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে প্রতিদিন দুই মাঠে হবে চারটা করে ম্যাচ। প্রথম রাউন্ডের খেলা হবে সকাল ৯টা ও দুপুর দেড়টায়।
এই আসরে দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। জাতীয় লিগ টি-টোয়েন্টি সরাসরি টি-স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপে দেখা যাবে।
বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের অভিষেকটা রঙিন হতে পারতো রংপুর রাইডার্সের। কিন্তু একটুর জন্য হলো না! গ্লোবাল সুপার লিগে সুপার ওভারে এসে জেতা ম্যাচটা হেরে গেল নুরুল হাসান সোহানের দল।
৬ উইকেট হাতে নিয়ে জিততে ১৯ বলে দরকার ছিল ১৩ রান। কিন্তু সেই সহজ লক্ষ্যটাও পূরণ করা হলো না বিপিএলের দল রংপুরের। এরপর খেলা টাই হলে সুপার ওভারেও হতাশ করে দলটি। বৃহস্পতিবার সকালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৩ রানের লক্ষ্য ১ বল বাকি রেখে তুলে ফেলে হ্যাম্পশায়ার।
অবিশ্বাস্য এমন হারের হতাশা ছুঁয়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানকে। শেষ ৩ ওভারে যেখানে জয়ের জন্য ১৩ রান চাই, হাতে ৫ উইকেট। এমন একটা সহজ সমীকরণ মেলাতে না পেরে ম্যাচ শেষে সোহান বলছিলেন, ‘দেখুন এটি আমাদের জন্য খুবই হতাশাজনক। গ্লোবাল সুপার লিগ ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল আমাদের। এটি ছিল প্রথম ম্যাচ। কিন্তু সুযোগটা হাতছাড়া করলাম আমরা।’
ইংলিশ দলের বিপক্ষে জয়ের এমন সহজটাও কেন কাজে লাগাতে পারল না বাংলাদেশ? কেন এভাবে হেরে গেল?
এমন প্রশ্নের উত্তরে নুরুল হাসান সোহান বলেন, ‘ও (জ্যাক চ্যাপেল) সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমার মনে হয় সে আমাদেরকে ছন্দ দিয়েছিল। প্রথম দশ ওভারের পর আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। পনেরো ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এরপর আমরা এটা মিস করেছি। আমার মনে হয় রান আউট দুটির কারণে ম্যাচ হারতে হয়েছে আমাদের।’
ওয়েস্ট ইন্ডিজের যে মাঠে খেলা হয়েছে সেই গায়ানার উইকেটের আচরণ নিয়েও হতাশ রংপুর রাইডার্সের ক্যাপ্টেন। বলছিলেন, ‘আসলে উইকেটটা একটু অন্যরকম ছিল। তাই ব্যাটসম্যানদের উইকেটের দিকে ফোকাস করার প্রয়োজন ছিল। বল মাঝে-মাঝে নিচু হয়ে আসছিল। ব্যাটে খুব ভালোভাবে আসছিল।’
ম্যাচে হ্যাম্পশায়ার প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২০ ওভারে ১৩২ রান। জবাব দিতে নেমে রংপুরও এই রানে থামে। এরপর সুপার ওভারে ম্যাচটা হেরে যায় বিপিএলের দলটি।
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিরাট এক ফ্যাসাদেই পড়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, স্বাগতিকরাও ফরম্যাটের বিষয়ে নাছোড়বান্দা।
যার ফলে আইসিসি পড়ে গেছে বিপাকে। এই ইস্যুতে আগামীকাল শুক্রবার একটি বৈঠক বসবে আইসিসি। ভারতের পাকিস্তান সফর বাতিল করার ঘোষণার পর টুর্নামেন্টটি অনিশ্চয়তায় পড়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আইসিসি তাদের জানিয়েছে যে ভারত আট দলের এই টুর্নামেন্টে পাকিস্তানে খেলতে রাজি নয়। পিসিবি ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত নির্ধারিত সূচি সম্পূর্ণ পাকিস্তানেই অনুষ্ঠিত হবে।
ভারতের ক্রিকেট বোর্ড এখনও টুর্নামেন্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে গত এক দশকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ভারত ও পাকিস্তান কেবল আইসিসির বহুজাতিক ইভেন্টে মুখোমুখি হয়।
পাকিস্তানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন বন্ধ ছিল, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে হামলার পর থেকে। ২০২০ সালে পাকিস্তানে পূর্ণমাত্রায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও, গত বছরের এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়।
পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রত্যাখ্যান করেছে। তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সফল সফরের উদাহরণ তুলে ধরে আস্থা প্রকাশ করেছে।
১৯৯৬ সালের বিশ্বকাপ সহ-আয়োজক হওয়ার পর এই প্রথম আইসিসির কোনো বড় টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ভারতের অংশগ্রহণের অনিশ্চয়তার কারণে টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
দুর্ভাগ্যই বলতে হবে রংপুর রাইডার্সের। গ্লোবাল সুপার লিগে সুপার ওভারে এসে জেতা ম্যাচটা হেরে গেল নুরুল হাসান সোহানের দল। নির্ধারিত খেলা টাই থাকার পর সুপার ওভারে খুশদিল শাহর বল উড়িয়ে ১২ রান তুলে রংপুর রাইডার্স। সোহান বল তুলে দেন জ্যাক চ্যাপেলের হাতে। কিন্তু পারলেন না তিনি!
বলা যায় বৈশ্বিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচে হ্যাম্পশায়ারকে জয় উপহার দিল বাংলাদেশের দল রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৩ রানের লক্ষ্য ১ বল বাকি রেখে তুলে ফেলে হ্যাম্পশায়ার।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩২ রান তুলে হ্যাম্পশায়ার। ইংল্যান্ডের দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রান তুলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। রংপুরের হয়ে পেসার জ্যাক চ্যাপেল ২৩ রানে ৫ উইকেট নেন। হারমিত সিং ২টি ও বাংলাদেশের সাইফউদ্দিন ও রিশাদ ১টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে রংপুর রাইডার্সের দুই ওপেনার স্টিভেন টেলর ও সৌম্য সরকার গড়েন ৪৬ রানের জুটি। ১২ বলে ২০ রান করেন টেলর। সৌম্যে করেন ২০ বলে ২৭।
এরপর আফিফ হোসেন দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। অধিনায়ক নুরুল হাসান ও খুশদিল শাহর লড়ে দলীয় সংগ্রহ নিয়ে যান ১২০ রানে। এক পর্যায়ে ৬ উইকেট হাতে নিয়ে ১৯ বলে দরকার ছিল ১৩ রান। কিন্তু সেই সহজ লক্ষ্যটাও পূরণ করা হলো না বিপিএলের দল রংপুরের।
জয়ের জন্য শেষ ওভারে চাই ৭ রান। কিন্তু জেমস ফুলারের দাপুটে বোলিংয়ে হারমিত, সাইফউদ্দিন ও রিশাদ মিলে তুলেন ৬ রান। খেলা গড়ায় সুপার ওভারে।
সংক্ষিপ্ত স্কোর-
হ্যাম্পশায়ার: ২০ ওভারে ১৩২/১০ (মাসুদ ৫৬, আলি ওর ২৮, ফুলার ১২, প্রেস্ট ১২; চ্যাপেল ৫/২৩, হারমিত ২/১৩, সাইফউদ্দিন ১/২২, রিশাদ ১/২৩)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৩২/৮ (সৌম্য ২৭, খুশদিল ২৫, নুরুল ২৪, টেলর ২০; ফুলার ৩/১৭, ডসন ২/২৩, ব্রিগস ১/১৮)।
সুপার ওভার-
রংপুর রাইডার্স: ১ ওভারে ১২/১
হ্যাম্পশায়ার: ০.৫ ওভারে ১৪/১
ফল: সুপার ওভারে জয়ী হ্যাম্পশায়ার
ম্যাচসেরা: শান মাসুদ।