ইয়াসিরের বদলে টেস্ট দলে বিজয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 13:07:10

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ইয়াসির আলী রাব্বী পিঠের চোট নিয়ে মাঠ ছাড়েন। এই ইনজুরির কারণেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির।

তার বদলে টপ-অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে দলভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে বিজয়ের দেশ ছাড়ার কথা ছিল আগামী ২২ জুন। তবে টেস্ট সিরিজের জন্য এবার ১৭ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উড়ান ধরবেন তিনি। ফলে প্রথম টেস্টে খেলতে পারবেন না।

২৯ বছরের ব্যাটসম্যান বিজয় বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেন ২০১৪ সালে।

আজ বৃহস্পতিবার ১৬ জুন রাত ৮টায় সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা হবে অ্যান্টিগায়। পরে সেন্ট লুসিয়ায় ২৪ জুলাই শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এ সম্পর্কিত আরও খবর