এক নজরে ফিফা দ্য বেস্ট ২০২৪

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফিফা দ্য বেস্ট পুরস্কার উঠল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে

ফিফা দ্য বেস্ট পুরস্কার উঠল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে

ফুটবল দুনিয়ায় আর কোনো বিতর্ক নয়, ফিফা দ্য বেস্ট পুরস্কার উঠল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। মঙ্গলবার রাতে কাতারের দোহায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পুরস্কার তুলে দেন। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন।

ফিফার বর্ষসেরা পুরস্কার চালু হয় ১৯৯১ সালে। এরপর থেকে ভিনিসিয়ুস ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে এই সম্মান অর্জন করলেন। এর আগে শেষবার ব্রাজিলের রিকার্ডো কাকা ২০০৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন।

বিজ্ঞাপন

নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। তিনি টানা দ্বিতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন।
গোলরক্ষকের তালিকায় সেরা হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে প্রথমবার সেরা গোলকিপারের স্বীকৃতি পেলেও এবার এক বছরের বিরতির পর আবার পুরস্কারটি জিতলেন তিনি।

পুরস্কারের অন্যান্য ক্যাটাগরিতে সেরা হয়েছেন

বিজ্ঞাপন

ফিফা দ্য বেস্ট: ভিনিসিয়ুস জুনিয়র
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি
বর্ষসেরা নারী কোচ: এমা হেইস
বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার
পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো