সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 02:42:23

প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া জয় পেয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতেও পেল বড় জয়। নেদারল্যান্ডসকে এবার ২৯ বল হাতে রেখেই ৬ উইকেটে উড়িয়ে দিল ইংলিশ শিবির।

দুরন্ত এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল অতিথি ইংল্যান্ড।

আমস্তেলভিনে শুরুতে ব্যাটিংয়ে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রানের পুঁজি গড়ে নেদারল্যান্ডস। ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেন স্কট এডওয়ার্ডস। দুটি করে উইকেট নেন আদিল রশিদ ও ডেভিড উইলি।

লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচসেরা জেসন রয় (৭৩) ও ফিল সল্ট এর (৭৭) জোড়া ফিফটিতে ৩৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ৪২* রানে অপরাজিত থেকে যান মঈন আলী। দুটি উইকেট নেন আরিয়ান ডাট।

এ সম্পর্কিত আরও খবর