টেস্ট দলে জায়গা পেলেন শরিফুল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:17:46

শ্রীলঙ্কার বিপক্ষে খেলে চোট নিয়ে টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন শরিফুল ইসলাম। ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পান ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা।

সীমিত ওভারের ফরম্যাটে খেলতে ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইট ধরার কথা ছিল শরিফুলের। তবে তরুণ এ পেসারকে নিয়ে পরিকল্পনা পাল্টে ফেলেছে বিসিবি। তাই আগেভাগেই উইন্ডিজে যেতে হচ্ছে শরিফুলকে। 

মূল টেস্ট দলে না থাকলেও দ্বিতীয় টেস্টের ব্যাক আপ হিসেবে শরিফুলকে দলে অন্তর্ভুক্ত করেছে বোর্ড। সেজন্য গতকাল সন্ধ্যার ফ্লাইট ধরার কথা শরিফুলের।

প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ৭ উইকেটে হার দিয়ে সফর শুরু করেছে টাইগাররা। ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় মাঠে গড়়াবে দ্বিতীয় টেস্ট।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ২, ৩ ও ৭ জুলাই উইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

এ সম্পর্কিত আরও খবর