ফাইনালের লড়াইটা ছিল তিউনিশিয়ার ওনস জাবির ও কাজাখস্তানের এলিনা রিবাকিনার মধ্যে।
ম্যাচ শেষে শেষ হাসি হাসলেন রিবাকিনাই। জিতলেন উইম্বলডনের প্রথম শিরোপা।
ফাইনালে তৃতীয় বাছাই জাবিরকে ৩-৬, ৬-২ ও ৬-২ গেমে হারিয়ে উইম্বলডনের রানী বনে গেছেন রিবাকিনা।
এর মধ্য দিয়ে গ্র্যান্ডস্লামজয়ী দেশের তালিকায় নাম লেখাল রিবাকিনার দেশ কাজাখস্তানের। প্রায় এক যুগের মধ্যে ২৩ বছরের রিবাকিনার চেয়ে কম বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হতে পারেনি অন্য কেউ।