কোভিডের টিকা না নেওয়ায় গতবারের ইউএস ওপেন খেলতে পারেননি নোভাক জোকোভিচ। এবার ফের নিউইয়র্কে খেলবেন তিনি। ২৪তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে তার সামনে মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে চলেছেন সেই কার্লোস আলকারাজ়।
আরব নিউজ জানিয়েছে, জোকোভিচ গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা নিয়ে ভাবছেন না। তিনি প্রতিটি গ্র্যান্ড স্ল্যামকেই নিজের শেষ প্রতিযোগিতা হিসাবে দেখছেন।
৩৬ বছর বয়সি জোকোভিচের সামনে আর বেশি দিন যে নেই, সেটা তিনিও জানেন। কিন্তু, অবসরের কথা এখনই ভাবতে চান না তিনি।
তিনি বলেছেন, ‘জানি না আর কয়টা গ্র্যান্ড স্ল্যাম জিতবো। কিন্তু, এখনও এগিয়ে যেতে চাই। এখনও পর্যন্ত অবসরের কথা ভাবছি না। কিন্তু, স্বীকার করছি, ৩৬ বছর বয়সে কাজটা কঠিন। সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। তাই এই মুহূর্তে প্রতিটা গ্র্যান্ড স্ল্যামকেই নিজের শেষ ধরে নিয়ে নামবো। আপাতত শুধু ভাবছি যে, আমার কাছে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।’
২০২১ সালের পর থেকে ইউএস ওপেনে খেলেননি জকোভিচ। সেবার ফাইনালে হেরেছিলেন ড্যানিল মেদভেদেভের কাছে। এবার প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ ফ্রান্সের আলেকজান্দ্রে মুলার।
এদিকে, ইউএস ওপেনে ফেরার জন্যে তর সইছে না জোকোভিচের। তিনি বলেছেন, ‘আমি আরও বেশি উত্তেজিত কারণ, টেনিসের সবচেয়ে বড় স্টেডিয়ামে খেলতে চলেছি। এখানকার পরিবেশ সব সময়েই উত্তেজক থাকে। রাতের দিকে আর্থার অ্যাশ স্টেডিয়ামে খেলার মজাই আলাদা। সবচেয়ে বেশি চিৎকার এখানকার দর্শকরাই করেন।’
কিছুদিন আগেই সিনসিনাটি ওপেনের ফাইনালে আলকারাজ়কে হারিয়েছেন জোকোভিচ। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন সেটে আমার খেলা অন্যতম সেরা, কঠিন এবং উত্তেজক ম্যাচ। অসাধারণ কিছু শট এবং র্যালি খেলেছি। বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। পরের কয়েক দিন কোনও কাজ করতে ইচ্ছে করেনি।’